Tuesday, February 12, 2019

With apologies to Billy Joel

লাল, গেরুয়া, সবুজ দল,
সবাই বলে ব্রিগেড চল।
কত কথা শুনবি বল,
সবাই চায় বাংলার মঙ্গল।

আর বলে ...
আমরা বাংলা পোড়াইনি,
তবু জ্বলতে জ্বলতে ...
কি আর পারবো বলতে ...

জ্যোতি বাবুর ওয়াকার জন,
বুদ্ধ বাবুর আঁতেল নন্দন।
কম্পিউটার নহি তো ক্যা হুয়া,
চাঁদা দাও ফর নিকারাগুয়া।
সিঙ্গুর আর নন্দীগ্রাম,
"আমরা-ওরা", ঠেলা সামলান।
বিমানদ্দা আর গৌতম দেব,
ভবিষ্যত সেই গর্বাচেভ।
সব জায়গায় "আমাদের" লোক,
রাজ্য গোইং মায়ের ভোগ।

তবু ...
তাঁরা বাংলা পোড়ায়নি,
শুধু জ্বলতে জ্বলতে ...
হল শিব রাত্রির সলতে।

মদন মিত্র, বানের জল,
দিদির যত ভাই এর দল।
সিন্ডিকেট এর গুপ্তধন,
অনুব্রত র উন্নয়ন।
বনগাঁ লাইন এ লোক পাচার,
আলুর চপ, কুলের আচার।
নারদা সারদা সি বি আই,
মুকুল বলছে গদি চাই।
ফ্লাইওভারে সাদা নীল,
ভাগাড়ে দু-চারটে চিল।
ক্লাব, মতুয়া আর ইমাম,
ভাইপো একটি ল্যাংড়া আম।

তবু,
তাঁরা বাংলা পোড়ায়নি,
শুধু জ্বলতে জ্বলতে ...
হল শিব রাত্রির সলতে।

রাম নবমীর ধনুর্বান,
মোদী এসে লোক তাতান।
ছাপান্ন ইঞ্চি ছাতি ফোলান,
আমিষে ডেল্টা নাক সিঁটকান।
লকেটদি ইন শিলচর,
পুলিশ আর কিল চড়।
মুকুল দা আর ভারতী দি,
অত বাতেলা শুধু ভস্মে ঘি?
ঘোলা জলে মাছের কারবার,
আব কি বার, গোবর সরকার।

তবু,
তাঁরা বাংলা পোড়ায়নি,
শুধু জ্বলতে জ্বলতে ...
হল শিব রাত্রির সলতে।

2 comments:

Anonymous said...

খাসা হয়েছে!

Unknown said...

Wow